Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

নাম
বাঙ্গালহালিয়া বাজার
বিস্তারিত

বাঙ্গালহালিয়া বাজার একটি ঐতিহ্যবাহী বাজার, অত্র বাজারটি রাঙ্গামাটি-বান্দরবান- চট্টগ্রাম তিন জেলার সংযোগস্থল। এখানে পাহাড়ী বাঙ্গালী মিলে মিশে বাজার করে থাকেন। সপ্তাহে ১দিন প্রতি মঙ্গলবার বাজার  মিলে। এই বাজারের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র সহ কৃষিজ হরেক রকম পণ্য ক্রয় বিক্রয় হয়। প্রতি মঙ্গলবার লাখো মানুষের সমাগম ঘটে এই বাজারে। এই বাজারটি পূর্বে না ছিল ভ্যাংদিয়া। মারমা সম্প্রদায়ের রাখা এই নাম পরবর্তীতে পরিবর্তন হয়ে বাঙ্গালহালিয়া বাজার নামে পরিচিতি। রাঙ্গামাটি পার্বত্য জেলার মধ্যে এই বাজারটি নামকরা ঐতিহ্যবাহী একটি বাজার। রাজস্থলী উপজেলা, বান্দরবান সদর উপজেলা ও রাঙ্গুনিয়া উপজেলার মধ্যে কৃষিজ সব পণ্য, গরু, ছাগল আকর্ষণীয় মূল্যে অত্র বাজারে বিক্রি হয়। দুর-দুরান্ত থেকে এই বাজারে লাখো মানুষের ভিড় জমে প্রতি মঙ্গলবার। 


ঠিকানা
বাঙ্গালহালিয়া বাজার, রাজস্থলী উপজেলা, রাঙ্গামাটি পার্বত্য জেলা
ইজারা মূল্য
৭০০০০০
পরিচালনাকারী কর্তৃপক্ষ
বাঙ্গালহালিয়া বাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিঃ
আয়তন
4000
চান্দিনা ভিটির সংখ্যা
350