নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি রাঙ্গামাটি পাবর্ত্য জেলার রাজস্থলী উপজেলাধীন ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়ন। পাহাড়, খাল, বিল ও ছোট ছোট ছড়া বিশিষ্ট একটি বৈচিত্রময় জনপদ যেখানে, মারমা, তঞ্চঙ্গ্যা, ত্রিপুরা, খেয়াং, সবোর্পরি বাঙ্গালীসহ ০৫টি জনগোষ্ঠির বসবাস । উল্লেখ্য এখানে কিছু চাকমা ও রাখাইন সম্প্রদায়ের বসবাস রয়েছে। ভৌগলিক বৈচিত্রময় সৌর্ন্দয্য এবং বিভিন্ন ধর্ম, বর্ণ, ভাষা, সংস্কৃতির সম্মিলনযোগ করেছে এক ভিন্ন মাত্রা । রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলাধীন ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের জনগোষ্ঠীর তথ্য প্রাপ্তি সুযোগকে তরান্বিত করতে এবং বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকারকে বাস্তবায়ন করার নিরিখে এ ইউনিয়ন তথ্য বাতায়ন তৈরীর প্রয়াস যুগিয়েছে। ইউনিয়নের এ তথ্য বাতায়নকে আরও বেশি তথ্যবহুল করার জন্য ইউনিয়নের সবর্স্তরের জনগণের সহযোগিতা একান্ত কাম্য । ইউনিয়নের প্রয়োজনীয় তথ্যাদি সম্বলিত এই বাতায়নের মাধ্যমে এতটুকু উপকৃত হলে বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদ এর উদ্দেশ্য সার্থক হবে এবং সে সাথে সকলকে এই তথ্য বাতায়নে সুস্বাগতম।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস