অত্র এলাকায় যখন উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান ছিলনা তখনই অত্র এলাকার নেতৃস্থানীয় কিছু সংখ্যক শিক্ষানুরাগী ব্যক্তিদের সার্বিক ও আর্থিক সহযোগীতায় অত্র বাঙ্গালহালিয়া কলেজটি ১৯৯৪ইং সালে স্থাপিত হয়। এলাকার শিক্ষানুরাগী ব্যক্তি জনাব থোয়াইসুইখই মারমা, জনাব মোঃ রফিক মিঞা, জনাব ক্যমং চৌধুরী, ক্যসুইহলা চৌধুরী, কাশীঅং মগ, ওয়াতং মগ (ওরফে চিংপ্রম্ন মগ), ও মনিন্দ্র লাল তনচংগ্যা (জমি দাতা প্রতিষ্ঠাতা সদস্যগণ) সর্বমোট ৩.৯০ একর জায়গা দান করেন এবং শ্রীমৎ খেমাচারা মহাথের, জনাব থোয়াইসুইখই মারমা, জনাব অংচাথুই মারমা, জনাব রফিক মিঞা, জনাব রফিক সওদাগর, জনাব উঃ পাইন্দাওয়াইসা ভিক্ষু, জনাব মংসুইখই মারমা, জনাব রাবন চন্দ্র চাকমা, জনাব মিজানুর রহমান চৌধুরী, জনাব রনজিত কুমার রায়, জনাব সভাপতি উত্তরাঞ্চল ভিক্ষু সমিতি, (দাতা সদস্যগণ) বিভিন্ন অংকে অর্থ প্রদান পূর্বক আর্থিক সহযোগীতার মাধ্যমে কলেজটি স্থাপিত হয়। পরবর্তীতে ০১/০৪/১৯৯৯ইং সনে উচ্চ মাধ্যমিক স্থরে এমপিওভুক্ত লাভ করে। প্রতিষ্ঠা লগ্ন হতে সুনামের সহিত উচ্চ মাধ্যমিক শিক্ষা দান করে সাফল্যের সাথে ছাত্র-ছাত্রীদের ফলাফল অর্জন করে আসছে। প্রতিষ্ঠা লগ্ন হতে জনাব মোঃ ফরিদ মিয়া তালুকদার -অধ্যক্ষ, জনাব রফিক মিঞা-সহকারী অধ্যাপক, জনাব অংচাথুই মারমা-প্রভাষক, জনাব মিজানুর রহমান চৌধুরী- সহকারী অধ্যাপক, জনাব রনজিত কুমার রায়- প্রভাষক, জনাবা সেলিম আরা বুলবুল- সহকারী অধ্যাপিকা, জনাব রূপম ধর- প্রভাষক, এবং উওয়েচিং মারমা- অফিস সহকারী, উচিংমং চৌধুরী- হিসাব রক্ষক, নারায়ন সেন গুপ্ত- নৈশপ্রহরী, প্যাহলাঅং মারমা- ঝাড়ুদার দক্ষতার সহিত স্ব-স্ব দায়ীত্ব পালন করে আসছেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS